সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ রীতিমতো গেজেট নোটিফিকেশন বার করে ২৫ জুনকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে মোদী ৩.০ সরকার। পাল্টা তার সমালোচনা করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ সমাজমাধ্যমে জানিয়েছেন “৪ জুন মোদী মুক্তি দিবস” হিসেবে পালিত হবে।
১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধী জরুরী অবস্থা ঘোষণা করেছিলেন। দীর্ঘ সময় দেশজুড়ে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। যা আজও বিতর্কিত অধ্যায় হিসেবে স্বাধীনতা উত্তর ভারতের ইতিহাসে পরিচিত। সেই সময় বহু মানুষ বিনা দোষে কষ্ট সহ্য করেছিলেন বলে দাবি গেরুয়া শিবিরের। তাঁদের স্মরণেই প্রত্যেক বছর ২৫ জুন সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হবে বলে এক্স হ্যাণ্ডেলে পোস্ট করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
পাল্টা টুইট করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ লেখেন, ” নন-বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী সংবাদ শিরোনামে থাকতে ভন্ডামীর আশ্রয় নিয়েছেন। অথচ নিজেই দীর্ঘ দশ বছর ধরে একটি অঘোষিত জরুরি অবস্থা জারি করেছিলেন দেশ জুড়ে। চলতি বছর 4 জুন তাঁর নৈতিক পরাজয় ঘটেছে – যা ইতিহাসে মোদীমুক্তি দিবস হিসাবে পরিচিত থাকবে।” সঙ্গে যোগ করেন, “মনুস্মৃতি থেকে অনুপ্রেরণা না পাওয়ায় ১৯৪৯ সালে মোদীর দল সংবিধান প্রত্যাখ্যান করেছিল। এই নন-বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীর কাছে গণতন্ত্র মানে ডেমো-কুর্শি।”