হাসলেন মোলিনা, ডার্বি হেরে জার্নি শুরু অস্কারের

Social Share
তখন দু’জনে। খেলা শুরুর আগে। ছবিঃ সংবাদ হাজারদুয়ারি

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ অগোছালো ঘর দুয়োর। গৃহকর্তা কে? জানতে চাইলে একাধিক নাম উঠে আসবে। একেবারেই ছন্নছাড়া সংসার। এমন যখন সংসারের হাল তখন তাকে কয়েকঘন্টার মধ্যে সাজিয়ে গুছিয়ে তোলা যে সম্ভব নয়, তা যে কোনও দক্ষ ঘরণী মাত্রই জানেন। একটু সময় প্রয়োজন। অস্কার ব্রুঁজোর অবস্থাও তাই। বাধা বিপত্তি কাটিয়ে ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার শনিবার ভোরে যখন কলকাতা বিমানবন্দরে নামলেন তখন তার হাতে মাত্র কয়েক ঘন্টা সময়। যখন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন ডার্বি শুরু হতে তখন আর বেশি দেরি নেই।

তবু ডাগআউটে বসে লাল হলুদের কোচ প্রয়োজন মতো নির্দেশ দিলেন টানা নব্বই মিনিট। ছেলেদের শরীরের ভাষা অন্য ম্যাচের তুলনায় এই ম্যাচে খানিকটা বদলালেও টানা পাঁচ ম্যাচ জয়ী মোহনবাগানের ছেলেদের কাছে তা কিছুই নয়। স্নায়ুযুদ্ধেও এগিয়ে সবুজমেরুণ শিবির। আজ তবু লড়েছিল আনোয়াররা। প্রথম অর্ধে তারা টক্কর দিয়েছিল মোহনবাগানকে। আজ যেন কোনওভাবেই পরাস্ত হতে চায়নি মহম্মদ রাকিপ, হেক্টর ইয়ুস্তে, মাদিহ তালাল, নন্দকুমাররা। কিন্তু বিধি বাম। ম্যাচের দ্বিতীয়ার্ধে সেই মেজাজ আর তাঁরা ধরে রাখতে পারলেন না। সমর্থকদের আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল।

ম্যাচের সেরা পুরস্কার হাতে গ্রেগ স্টূয়ার্ট। ছবিঃ সংবাদ হাজারদুয়ারি

একাধিকবার সুযোগ হাতছাড়া করেও শেষ পর্যন্ত দুই শূন্য গোলে তাদের হারিয়ে ডার্বির খেতাব নিজেদের কাছেই রাখল মোহনবাগান। যুবভারতীর স্টেডিয়ামের দখল নিলেন সবুজ-মেরুণ সমর্থকরা। মাঠে তখন অকাল দেওয়ালী। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দু’নম্বরে উঠে এল মোহনবাগান। আইএসএল ডার্বিতে নটির মধ্যে আটটিতেই জয়। অভিষেক ডার্বিতে গোল ম্যাকলারেন, দিমিত্রিও। মহমেডানের পর ইস্টবেঙ্গল ম্যাচেও সেরাই হলেন গ্রেগ স্টূয়ার্ট। অন্যদিকে টানা পাঁচ ম্যাচ হেরে মূহ্যমান লালহলুদ শিবির।

আবার কবে ঘটিকে হারানোর সুযোগ পাওয়া যাবে সেই অঙ্ক কষতে কষতে মাঠ ছাড়লেন বাঙালরা। অস্কারের ভাবনা ঘরদুয়োর ঝাড়-পোছ শুধু নয় পুরো বাড়িটাই ঢেলে সাজানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights