আজ কী শূন্যের গেরো কাটবে লাল হলুদ শিবিরের ?

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ আজ সন্ধ্যায় যুবভারতীতে মুখোমুখি দুই দল মোহনবাগান ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত আকাশ সঙ্গ দেবে কি না তা জানে না দুপক্ষই। কিন্তু দুই শিবিরই জানে বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ উভয়ে। তবে মানসিক দিক থেকে আজ এগিয়েই মাঠে নামবে মোহনবাগান। সাত পয়েন্ট নিয়ে লিগ টেবিলেও চার নম্বরে রয়েছে তারা। অন্যদিকে বিপর্যস্ত টিম ইস্টবেঙ্গল। লিগ টেবিলেও প্রাপ্তি শূন্য। তবে স্বস্তি এটাই যে, মাঠে নামার আগে অন্তত কোচের সঙ্গে সাক্ষাতের সুযোগ থাকছে লাল হলুদ শিবিরের। আজ সকালেই বিমানবন্দরে নেমেছেন ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুঁজো। কার্লেস কুয়াদ্রাত জমানা শেষে সেই অর্থে আজ থেকে ইস্টবেঙ্গলে অস্কার যুগ শুরু। তা হলেও এলেন, দেখলেন আর আজ ডার্বি জয় করলেন এমন আশা করছেন না লাল-হলুদের অতিবড় সমর্থকও। তবে আশা ছাড়ছেন না অস্কার।

যদিও তাঁরই পরামর্শ মতো অন্তর্বর্তী কোচ বিনো জর্জ ক্লেটনদের অনুশীলন করিয়েছেন। তবু শিবিরের যে ভেঙে পড়া দশা চলছে তা নিয়ে আশার রূপালী রেখাটুকুও ডার্বিতে দেখতে নারাজ লাল-হলুদ সমর্থকরা। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, ডার্বি অন্য সব খেলার থেকে আলাদা। কেউ জানে না ম্যাচ শেষে সুপার জায়ান্ট কে হবে। কিন্তু টিমটাই যেখানে নড়বড়ে সেখানে ভাল কিছুই আজ ঠেকছে না ইস্টবেঙ্গল সমর্থকদের মনে। আর তারই প্রভাব পড়েছে বিমানবন্দরে। নতুন কোচকে স্বাগত জানাতে এলেনই না সমর্থকরা। যে গুটি কয়েক সমর্থক এসেছিলেন তাঁদের ভাবটাও এমন যেন ” মুখে নয় কাজে করে দেখাও।”
আজকের ডার্বি ম্যাচে দলের অন্যতম ভরসা, দিমিত্রিয়স দিয়ামানতাকোস খেলবেন কি না তা এখনও পরিস্কার নয়। মহেশ সিং নাওরেম দলে নেই। বিনোর কথামতো শুরু করবেন ক্লেটন সিলভা। যদিও মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত এই ভেঙে পড়া ইস্টবেঙ্গলকেও দূর্বল ভাবতে নারাজ। তাঁদের দলের ছন্দে থাকা জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস কাকে ছেড়ে কাকে বাদ দেবেন তাও বুঝতে পারছেন না কোচ জোসে মোলিনা। তবুও তাঁরাই জিতবেন এমন কথা মন বললেও মুখে বলতে চান না তিনি।