সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ অশান্ত উপত্যকা সামলাতে হিমসিম খাচ্ছে মোদি ৩.০ সরকার। নির্বিঘ্নে লোকসভা নির্বাচন মিটতেই ভূস্বর্গে ফিরেছে সন্ত্রাসী কার্যকলাপ। আর তা সামলাতে হিমসিম খাচ্ছে কেন্দ্র। তার কোপ পড়েছে সীমান্ত রক্ষী বাহিনীর ওপর। শুক্রবার বিএসএফের ডিজি নীতিন আগরওয়াল ও তাঁর সহযোগি স্পেশাল ডিজি (ওয়েস্ট) ওয়াইবি খুরনিয়াকে সরিয়ে তাঁদের নিজের নিজের রাজ্যে ফেরত পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ১৯৮৯ ব্যাচের আইপিএস নীতিন কেরালা কেডারের আর খুরনিয়া ১৯৯০ ব্যাচের ওড়িশা ক্যাডারের আইপিএস।
সেই জায়গায় শনিবার বিএসএফ ডিজির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সসস্ত্র সীমা বালের (এসএসবি) ডিজি দলজিৎ সিং চৌধুরীকে। এককভাবে কাউকে সেই দায়িত্ব তুলে না দেওয়া পর্যন্ত অস্থায়ীভাবে দলজিৎ সীমান্তের দায়িত্ব সামলাবে। এদিকে খুরনিয়াকে ওড়িশা পুলিশের ডিজি-র দায়িত্ব দেওয়া হলেও নীতিন কী দায়িত্ব পাচ্ছেন তা এখনও জানা যায়নি। পুলিশের এই দুই শীর্ষকর্তারই অবশ্য এখনও অবসরের বয়স হয়নি। গতবছর বিএসএফের ডিজির দায়িত্ব নিয়েছিলেন নীতিন।
বিএসএফ ভারতের পশ্চিম প্রান্তে জম্মু, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটের প্রায় ২ হাজার ২৯০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পাহারা দেয়। জম্মু অঞ্চলটি আন্তঃসীমান্ত সুড়ঙ্গের জন্য ঝুঁকিপূর্ণ এবং এর ঘন জঙ্গল এবং পাহাড়ী ভূখণ্ড বেসামরিক এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য সন্ত্রাসবাদীদের কাছে একটি আদর্শ ক্ষেত্র হয়ে উঠেছে। সম্প্রতি জন্মুতে সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে। বেড়েছে অনুপ্রবেশও। সাধারণ নাগরিকের সঙ্গে নিরাপত্তা কর্মীদেরও প্রাণ গিয়েছে সন্ত্রাসীদের আক্রমণে। কেন্দ্র জন্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন করতে চায়। কিন্তু ফের ওই এলাকা সন্ত্রস্ত হয়ে থাকলে কেন্দ্রের পরিকল্পনা শুধু ব্যর্থ হবে না। প্রশ্ন উঠবে ওই এলাকায় ৩৭০ ধারা বাতিল হওয়া নিয়েও।
এদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকার কারণেপুলিশ কর্মচারী সহ ছ’জনের চাকরি বাতিল করেছে জন্মু কাশ্মীর সরকার। নির্দিষ্ট তদন্তের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে তথ্য প্রমাণ মিলতেই ওই ছয় কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি সরকারের।

আরও পড়ুনঃ ওয়েনাড়ের ঘটনাস্থল ঘুরে দেখলেন রাহুল, প্রিয়ঙ্কা