
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ গত ৩৬ ঘন্টায় জঙ্গিপুরে নতুন করে কোনও হিংসার ঘটনা ঘটেনি বলে দাবি করলেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ” আপাতত জঙ্গিপুর স্বাভাবিক। তবে মানুষজনের মনে এখনও আতঙ্ক আছে। ” একইসঙ্গে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেও দাবি করেছেন শামিম। পরিস্থিতি সামলাতে জেলাশাসক রাজর্ষি মিত্র ও পুলিশ সুপার আনন্দ রায় সর্বদলীয় বৈঠকও করেছেন।
একইসঙ্গে সাধারণ মানুষকেও জনজীবনকে স্বাভাবিক করতে সদর্থক ভূমিকা নিতে হবে বলেও জানিয়েছেন এডিজি। সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা মুর্শিদাবাদে ঐক্য অটুট রাখতে মুর্শিদাবাদের জেলাশাসককে লিখিতভাবে অনুরোধ করেছেন ফরোয়ার্ড ব্লকের মুর্শিদাবাদ জেলা সম্পাদক বিভাস চক্রবর্তীও। দলের পক্ষ থেকে স্বরূপ দে বলেন, ” ঘটনার পরপরেই এলাকার পরিস্থিতি জানতে জেলাশাসককে ফোন ও মেসেজ করে জেলাস্তরে সর্বদলীয় বৈঠক ডাকার আবেদন করলেও তিনি তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি। ব্লক স্তরের সর্বদলীয় বৈঠকেও আমাদের ডাকা হয়নি। আমরা জেলাবাসীর কাছে শান্তি ও সম্প্রীতির ঐক্য বজায় রাখার অনুরোধ করছি।”
ঘুরিয়ে এলাকা স্বাভাবিক বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। স্বরাষ্ট্র দফতরকে ধন্যবাদ দিয়ে এলাকায় আধা সামরিক বাহিনীর টহলদারিকে গুরুত্ব দিয়ে বিরোধী দলনেতা বলেন, ” ওই এলাকা থেকে একটি ইঁটের শব্দও শোনা যাবে না।” বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু পুলিশকে উদ্দেশ্যে করে বলেন, ” ওই এলাকায় ১৬৩ ধারা জারি করে আমাকে ঢুকতে দিচ্ছে না পুলিশ, সাধারণ মানুষকেও ঢুকতে দিচ্ছে না, কোনও এনজিও যাচ্ছে না।” জঙ্গিপুর কাণ্ডের জন্য তিনি মৌলবাদীদের দায়ি করেছেন।
তবে শুক্রবার পর্যন্ত মুর্শিদাবাদের উত্তরাংশে যে তাণ্ডব চলেছে তার পেছনে কাদের ইন্ধন রয়েছে, কারা যুক্ত আছে তা জানতে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তার তদন্ত চলছে বলেও জানিয়েছেন রাজ্য পুলিশের এই শীর্ষ কর্তা। এই ঘটনার জন্য রাজনীতির ঊর্ধে উঠে পুলিশ কড়া পদক্ষেপ নেবে। দোষীদের কাউকে ছেড়ে কথা বলা হবে না বলেও জানিয়েছেন এডিজি। তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি। বাবা, ছেলের খুন প্রসঙ্গেও এডিজি বলেন, ” যাঁরা মেরেছে, যাঁরা সেই সময় ওখানে ছিল তাদেরকে খুঁজে বের করে আইনের পথেই সর্বোচ্চ সাজা দেওয়া হবে।”
আদালতের নির্দেশে সুতি, ধুলিয়ান, শমসেরগঞ্জে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ বেশ কয়েকজন সিনিয়র আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত আছেন। শমসেরগঞ্জের ওসি শিবপ্রসাদ ঘোষকে সরিয়ে দিয়ে তাঁর জায়গায় ওই থানার প্রাক্তন ওসি অমিত ভকতে দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। আরও ২৩ জন নানান পদের পুলিশ আধিকারিককে বিশেষ দায়িত্ব দিয়ে জঙ্গিপুরে পাঠান হয়েছে। তারমধ্যে মুর্শিদাবাদে কাজ করা বেশ কয়েকজন পুলিশ আধিকারিকও আছেন।
গুজবে রাশ টানতে বিভিন্ন এলাকার পিন কোড ধরে ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। মঙ্গলবার রাত্রি পর্যন্ত ওই সব এলাকায় ইন্টারনেট বন্ধ থাকবে। যদিও এখনও গুজব চলছে বলেও এদিন দাবি করেছেন শামিম। এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে। জঙ্গিপুরে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দু’শোর বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঘর ছাড়াদের ঘরে ফেরানো হচ্ছে বলেও এদিন দাবি করেছেন শামিম। এই ঘটনার পেছনে বহিরাগত বিশেষ করে বাংলাদেশের কোনও নিষিদ্ধ জঙ্গি সংগঠন জড়িত আছে কি না তা স্পষ্ট করেননি তিনি।
সরকারি সম্পত্তি নষ্ট সহ বাস অ্যাম্বুলেন্সও নিদ্বির্ধায় পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারী। সেই সব সম্পত্তি কোথায় কত নষ্ট হয়েছে তার একটি তালিকা তৈরি করা হচ্ছে বলেও জেলা প্রশাসন সূত্রে জানা যায়। শুভেন্দু দাবি করেছেন, “হামলাকারীরা অন্তত একশো কোটির সম্পত্তি নষ্ট করেছে।”