টিনে পেরেক ঠুকে পার্টি অফিস পুনর্নিমাণ করলেন সেলিম

Social Share

সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ রাতের অন্ধকারে দুষ্কৃতি তাণ্ডবে পুড়ে গিয়েছে ভগবানগোলা ব্লকের ২ নম্বর ব্লকের কার্যালয়। সেই পুড়ে যাওয়া কার্যালয়ে ফের টিন বসিয়ে পেরেকে পুঁতে কাজের যোগ্য করে তুললেন মুর্শিদাবাদ কেন্দ্রের বাম-কংগ্রেস জোট প্রার্থী মহম্মদ সেলিম। উৎসাহে তাকে সঙ্গ দিলেন এলাকার সিপিএম কর্মীরা। ছিলেন ছাত্র যুবরাও।

মহম্মদ সেলিম সেই ভিডিও নিজের সমাজ মাধ্যমে পোস্ট করে অভিযোগ করেন সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানীমুলক বক্তব্যে রাতের অন্ধকারে তৃণমূল ও পুলিশ এক হয়ে পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ভগবানগোলায় সভা করতে এসেছিলেন। সেখানেই রাজনৈতিকভাবে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমকে বাজপাখি বলে কটাক্ষও করেছিলেন। অভিযোগ করেছিলেন, সিপিএম বিজেপি এক হয়েছে তৃণমূলের ভোট কাটতে।

চলতি লোকসভা নির্বাচনে বেলডাঙা রেজিনগরে বোমা উদ্ধার, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু পার্টি অফিস পোড়ানোর মত ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবেই বামেরা অভিযোগ করেন, “ভোটের হাওয়া আমাদের পক্ষে থাকায় তৃণমূল ভয় পেয়েছে।” ভগবানগোলা ২ ব্লকের তৃণমূল সভাপতি আব্দুর রউফ বলেন, “এই ধরনের কাজ আমাদের কর্মীরা করে না।”

এদিন দলীয় প্রার্থীর সমর্থনে ভগবানগোলায় এসএফআইয়ের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলে পা মিলিয়েছিলেন প্রার্থী মহম্মদ সেলিম। সঙ্গে ছিলেন বাম যুবরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights