প্রফুল্ল স্মরণে বিজ্ঞান প্রদর্শনী খড়গ্রামে

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে একটি বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল খড়গ্রামে। খড়গ্রাম উত্তর চক্র, সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে খড়গ্রাম ব্লক কমিউনিটি হল “রবীন্দ্র ভবন”-এ অনুষ্ঠিত হয় এই চক্রস্তরীয় বিজ্ঞান প্রদর্শনীর। মাদ্রাসা সহ ১৫টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল। বক্তব্য বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন না করে বিজ্ঞানীর জন্মদিনে হাতে কলমে পড়ুয়াদের বিজ্ঞান শেখাকে উৎসাহ দিতেই এই প্রদর্শনীর আয়োজন বলে জানান চক্র প্রকল্প আধিকারিক রিমি সরকার।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সংগৃহিত ছবি

তিনি বলেন, “প্রত্যেকটি স্কুলই খুব সুন্দর সুন্দর মডেল প্রদর্শন করেছিল। কিন্তু প্রথামাফিক তিনটি সেরা মডেলকে বেছে তাদের পুরস্কৃতি করা হয়েছে।” আলোকতরঙ্গের মাধ্যমে ওয়াইফাইয়ের বিস্তার-এই মডেল প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেছে নগর আজিজা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়। দ্বিতীয় হয়েছে শেরপুর উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে জয়পুর উচ্চবিদ্যালয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সংগৃহিত ছবি

চলতি বছর খড়গ্রাম ব্লকের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপকদের সম্বর্ধনাও দেওয়া হয় ওই মঞ্চেই। এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমগ্র শিক্ষা মিশনের সহ জেলা শিক্ষা আধিকারিক সোমনাথ বিশ্বাস, ব্লক উন্নয়ন আধিকারিক মিলনী দাস, বহরমপুর গার্লস কলেজের অধ্যাপক নিমাই সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুনঃ কৌশিকের আত্মদর্শনই বিশ্বরূপমের চাবিকাঠি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights