চালিয়ে খেলতে নেমে শহরে চক্কর খেল এসএফআই

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ অবশেষে পথে নামল এসএফআইয়ের মুর্শিদাবাদ জেলার নেতা কর্মীরা। আজ বুধবার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে জমায়েত হয়ে সেখান থেকে একটি মিছিল শহর পরিক্রমা করে সমবায়িকার মোড়ে এসে পথ অবরোধ করে। মিছিলে ফের দাবি ওঠে ছাত্র সংসদ নির্বাচনের। সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুতুল পুড়িয়ে এদিনের মতো সাঙ্গ হয় তাঁদের দলীয় কর্মসূচি।

যাদবপুর কাণ্ডের জেরে এই মাসের তিন তারিখ কলেজ, বিশ্ববিদ্যালয় ধর্মঘটের ডাক দিয়েছিল এসএফআই, ডিএসও। ওইদিন ডিএসও পথে নামলেও মুর্শিদাবাদে পথে নামার ‘সাহস’ দেখায়নি এসএফআই। পড়ন্ত বিকেলে গির্জার মোড় অবরোধ করে দলের ঘোষিত কর্মসূচি নামে রক্ষা করে। সেই ঘটনার জেরে ঘরে বাইরে সমালোচিত হয় এসএফআইয়ের মুর্শিদাবাদ সংগঠন। তার জেরে বুধবার ‘বহরমপুর চলো’র ডাক দিয়ে পথে নেমে মুখরক্ষার চেষ্টা করে তারা।

এমনিতেই পরিবর্তনের জমানায় ছোট হতে হতে হাতের মুঠোতে বন্দি হয়েছে শাসকদল তৃণমূল ছাড়া অন্য দলের ছাত্রসহ অন্য শাখা সংগঠনগুলি। ভয়েই হোক আর ভক্তিতে তৃণমূল ছাত্র পরিষদের ছাতার তলায় ভিড় জমিয়েছেন ছাত্রদের একাংশ। আর একটা অংশ রাজনীতি থেকে নিজেদের সরিয়ে রেখেছেন সচেতন পড়ুয়ারা। তবু বিরোধিতার জায়গা থেকে নিজেদের দলের পতাকাকে জনসমক্ষে তুলে ধরতে সক্ষম হয়েছিল এসএফআই। স্থানীয় ইস্যুই হোক আর রাজ্য কিংবা দেশের যে কোনও ঘটনাতে দলের পতাকা হাতে ছাত্রদের অন্তত একটা মিছিলও নজর টানত বহরমপুরবাসীর। বছর তিনেক ধরে ক্ষীণ হতে হতে মুর্শিদাবাদে বাম ছাত্র সংগঠন সেই মিছিলটুকু করবার মতো শক্তি জোগাতে পারেনি।

ভারত চাম্পিয়ন্স ট্রফি জেতার পর দলের শ্লোগান বদলে দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন তথা এসএফআইয়ের ছেলে-মেয়েরা। তাদের দাবি, চালিয়ে খেললে জয় নিশ্চিত। যদিও মাস দুয়েক আগেই বহরমপুরে চালিয়ে খেলতে গিয়ে ফাউল হয়েছিল এসএফআইয়ের। অতিরিক্ত ফি বৃদ্ধির দাবিতে গোরাবাজার আইসিআই স্কুলে গিয়ে বিরোধীতার মুখে পড়ে জনমত নিজেদের পক্ষে টানতে সফল হয়েছিল। সেই জয় মূহুর্তে হারিয়ে যায় পরেরদিন ঘটনার প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখাতে গিয়ে। তারপর থেকে অবশ্য চালিয়ে খেলার নামে ধীরে খেলায় বিশ্বাস রেখেছে এসএফআই। তারই ফল, এদিন এসএফআইয়ের পথে নামা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights