
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বহু তর্ক বিতর্কের শেষে দোল পুর্ণিমার দিন বিজেপি ২৫ জন জেলা সভাপতির নামের তালিকা প্রকাশ করেছে। কিন্তু ঘোষিত সেই তালিকায় বহু বিতর্কিত বহরমপুর সাংগঠনিক জেলার নাম নেই। অথচ তালিকায় নাম রয়েছে জঙ্গিপুর ও মুর্শিদাবাদ সংগঠনের। স্বাভাবিকভাবেই বিজেপি নেতা কর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়।
অনেকেই দাবি করেন, “সমস্যা এতোটাই গভীরে যে কার ঘাড়ে জেলার দায়িত্ব দেওয়া হবে তা ঠিকই করতে পারছেন না রাজ্য নেতারা।” লোকসভা নির্বাচনের আগে থেকে বহরমপুর সংগঠনের বর্তমান সভাপতি শাখারভ সরকার ও বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র ওরফে কাঞ্চনের সম্পর্ক আদায় কাঁচকলায়। দলের মধ্যেই দুটি গোষ্ঠী সমান্তরালভাবে চলে লোকসভা নির্বাচনের বৈতরণী পার করে। কিন্তু নির্বাচনে বহরমপুর আসনটি হেরে যায় বিজেপি। তারপরে বিজেপির একাংশ জেলা কার্যকর্তা দাবি করেন, ” একসুর না থাকায় জেতা আসনটি হাতছাড়া হয়েছে।”

শুধু তাই নয়, বর্তমান জেলা সভাপতির সঙ্গে দলের একটা বড় অংশের কর্মী ও কার্যকর্তাদের দূরত্ব তৈরি হয়েছে বলে জেলা কার্যকর্তাদের একাংশ দাবি করেন। সেই দূরত্ব বাড়ে মন্ডল সভাপতি নির্বাচন ও পরবর্তীতে তাঁদের নাম ঘোষণা হওয়ার পর। যা ২০২৬ এর নির্বাচনে প্রভাব ফেলবে বলেও অনেক বিজেপি কার্যকর্তা মত প্রকাশ করেন। তাঁরা জোরের সঙ্গে বলেন, ” ২০২১ এ বহরমপুর ও মুর্শিদাবাদ জিতলেও এবার জেলা নেতারা যা শুরু করেছেন বহরমপুরের বিধানসভা আসনটিও তৃণমূলকে উপহার দেবেন তাঁরা।”
দলের বর্তমান জেলা সম্পাদক মলয় মহাজন দলের বড়ঞার দায়িত্বে। তিনি পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে থাকলেও তাঁকে নিয়েও মন্ডল সভাপতি ঘোষণা হওয়ার পর বিক্ষোভ দেখান দলের একাংশ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে আলাদা করে বৈঠক করতে জেলায় আসতে হয় নদিয়ার এক জেলা কার্যকর্তাকে। তবু কোনও বদল না হওয়ায় বিজেপির নিচু তলায় ক্ষোভ বাড়তেই থাকে একাংশের। সেই ক্ষোভ প্রশমিত করতেই কি বিজেপি রাজ্য নেতারা প্রথম তালিকায় বহরমপুরের নাম ঘোষণা থেকে বিরত থাকলেন?
বিজেপি বিধায়ক তথা দলের নির্বাচনী রিটার্নিং অফিসার দীপক বর্মন বলেন, ” শুধু বহরমপুর নয়। এখনও অনেক জেলার সভাপতির নামই ঘোষণা হয়নি।” তাঁর যুক্তি, ” দলের রাজ্য সভাপতি নির্বাচনের জন্য পঞ্চাশ শতাংশ জেলা সভাপতির নাম ঘোষণা হওয়া দরকার। তাই প্রাথমিক তালিকায় ২৫ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় তালিকায় সেগুলিতে কারা দায়িত্ব পেলেন তাদের নাম প্রকাশিত হবে।” কতদিন পরে সেই তালিকা প্রকাশিত হবে? দীপক বলেন, ” এই মুহুর্তে দিন তারিখ বলা সম্ভব নয়। তবে যত দ্রুত সম্ভব সেই তালিকা প্রকাশ করা হবে।”
তবে বহরমপুরে সভাপতি ঘোষণা না হলেও ঘোষিত তালিকা অনুযায়ী, জঙ্গিপুরের জেলা সভাপতি বদলে দিয়েছেন রাজ্য নেতারা। ধনঞ্জয় ঘোষকে সরিয়ে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে, কিষাণ নেতা সুবল চন্দ্র মণ্ডলকে। তাঁর ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার দায়িত্বে অবশ্য ওই এলাকার বিধায়ক গৌরী শঙ্কর ঘোষের ঘনিষ্ঠ সৌমেন মণ্ডলকেই দল দায়িত্বে রেখেছে। পুনরায় দায়িত্ব পেয়ে সৌমেন এদিন রাজ্য ও কেন্দ্র নেতৃত্বকে ধন্যবাদ দিয়েছেন। পাশাপাশি মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক কার্যালয়ে বিধায়ক গৌরীকে পাশে বসিয়ে তিনি বলেন, ” ২০২৬ আমাদের কাছে অস্তিত্বের লড়াই। সেই লড়াইয়ে সংখ্যালঘু অধ্যূষিত মুর্শিদাবাদে সবচেয়ে ভাল ফল দিতে পারি সেই লক্ষ্যেই আগামী দিনে কাজ করবো।”