খালেদা পুত্রকে টেক্কা দিতেই রাজনীতিতে আগ্রহ হাসিনা পুত্রের?

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। আর সেই নির্বাচনে অংশ নিতে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই দাবি করেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটন থেকে মোবাইল বার্তায় এই দাবি করেছেন বলে দাবি ওই সংবাদ সংস্থার। তবে শেখ হাসিনা নিজে নির্বাচনে অংশ নেবেন না কি তাঁর পুত্রকে লড়াইয়ের মাঠে ঠেলে দেবেন তা পরিস্কার করে না বলেলেও জয় এদিন জানিয়েছেন তিনি দলের নেতৃত্ব দিতেও প্রস্তুত।

শুধু তাই নয়, আত্মবিশ্বাসের সঙ্গে জয় দাবি করেছেন সেই নির্বাচনে জয়ীও হবে আওয়ামী লীগ। দিন চারেক আগে ওপার বাংলায় গণ অভূত্থানের জেরে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তার আগে অবশ্য প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। আর সেই সঙ্গেই অবসান হয়েছে বাংলাদেশের টানা ১৫ বছরের হাসিনা সরকারের।

এদিকে হাসিনাকে গদিচ্যূত করে সেদেশে আজও অবিরাম হিংসা, লুটপাট অব্যহত। উন্মত্ত জনতার লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও শুক্রবার কুমিল্লায় দুই আওয়ামী লীগের সমর্থকের বাড়িতে হামলা চালানো হয়েছে। সেদেশের সংবাদ মাধ্যম জানিয়েছে, ওই এলাকার তিন শতাধিক বাসিন্দা আতঙ্কের প্রহর কাটাচ্ছেন।

এই প্রসঙ্গে ‘নেতাহীন’ দলের হাল ধরতে আগ্রহী হাসিনা পুত্র। তিনি সংবাদমাধ্যমে বলেছেন, “দলীয় কর্মীদের রক্ষার জন্য আমি দলের দায়িত্ব নিতে রাজী।” যুক্তরাষ্ট্রে বসবাসকারী সজীব ওয়াজেদ জয় আগে অবশ্য রাজনীতিতে নিজেকে জড়াতে চান না বলেই দাবি করেছিলেন। এও দাবি করেছিলেন তাঁর মা হাসিনাও রাজনীতি থেকে অবসর নেবেন। কিন্তু বাংলাদেশের পরিবর্তীত পরিস্থিতিতে তিনি দলের নেতৃত্ব দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলেই মত বদলেছেন। আর সেই সূত্রেই প্রশ্ন উঠেছে বিএনপি নেত্রী খালেদা জিয়া পুত্র বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যান পদে বসতে চলেছেন বলেই কী হাসিনা পুত্রের রাজনীতি যোগে আগ্রহ প্রকাশ? আর তা হলে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন দেশে দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে বলে দাবি করেছে তাকে পেছনে ফেলে নয়া প্রজন্মের হাত ধরে ফের শুরু হবে বিএনপি ও আওয়ামী লীগের কুর্সি দখলের লড়াই।

আরও পড়ুনঃ অধীর-রাহুল সাক্ষাৎ, কথা হল বাংলা নিয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights