Sourav Ganguly নবান্নে, সোজা গেলেন চোদ্দ তলায় কেন?

Social Share

সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ Sourav Ganguly প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন। যখনই বাড়ির বাইরে পা ফেলেন তখনই সংবাদ শিরোনামে উঠে আসে এই বাঁহাতি ব্যাটারের নাম। বুধবারও তেমনি। সকাল বেলা তাঁর গাড়ি যখন নবান্নে এসে দাঁড়ায় তখনই খবর ছড়িয়ে পড়েছিল। তিনি নবান্নের চোদ্দ তলায় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে গিয়েছিলেন।

লোকসভা নির্বাচনের মুখে তাঁর নবান্নে আসার কারণ দুপক্ষের কেউই স্পষ্ট করেন নি। ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, প্রায় আধঘন্টা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তাঁদের এই সাক্ষাৎ নিয়ে তবে থেমে থাকে নি জল্পনা। সপ্তাহ তিনেক আগে বিজেপি পশ্চিমবঙ্গ সংগঠনের সভাপতি সুকান্ত মজুমদার দলীয় কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন সৌরভ। তখনও ফের হাওয়ায় ভেসেছিল তাঁর রাজনীতি যোগের কথা।

এমনিতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপি যোগ নিয়ে মশগুল সোশ্যাল মিডিয়া থেকে চায়ের ঠেক। সেই হাওয়ায় সৌরভ ও মুখ্যমন্ত্রীর একান্ত বৈঠক জল্পনায় বাতাস দিয়েছে।

পঞ্চায়েত ভোটের আগেও সৌরভ ও মমতার বৈঠক নিয়ে জল্পনা হয়েছিল। যদিও পরে জানা গিয়েছিল বেহালা ও নিউটাউনে তাঁর স্পোর্টস অ্য়াকাডেমির জমি সংক্রান্ত বিষয় আলোচনা সারতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে নবান্ন গিয়েছিলেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights