Adhir কে শূন্য করবার হুমকি Taher-এর

Social Share

সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বহরমপুর আসন থেকে লড়াই করতেন তাহলে তিনি আরও খুশি হতেন বলে দাবি করেছেন অধীর চৌধুরী। তিনি বলেছেন, সোমবার তিনি বলেন, “দিদি কিংবা খোকাবাবু আমার চ্যলেঞ্জ গ্রহণ করুক। দিদি বলে মুর্শিদাবাদে কংগ্রেস শেষ। কংগ্রেসের কোনও পঞ্চায়েত নেই, পুরসভা নেই, বিধায়ক নেই। তবু হয় দিদি না হয় খোকাবাবু আমার বিরুদ্ধে লোকসভায় লড়াই করুক। আমি হেরে গেলে রাজনীতি করা ছেড়ে দেব। আপনারা যদি হেরে যান তাহলে বলুন আপনারা রাজনীতি করা ছেড়ে দেবেন। হোক চ্যালেঞ্জ।”

তাঁর পাল্টা হিসেবে মুর্শিদাবাদে তৃণমূলের সাংসদ পদপ্রার্থী আবু তাহের খান বলেন, “প্রতিদিন প্রতিনিয়ত বিজেপি-র ভাষায় কথা বলেন অধীর চৌধুরী। কু-রুচিকর ভাষায় কথা বলেন। এই কথার কোনও জবাব হয় না। এবার বহরমপুরের মানুষ এমন শিক্ষা দেবে যে শিক্ষা সিপিএমকে দিয়েছে। বাংলার ইতিহাসে প্রথম কংগ্রেসকে বিধানসভায় নীল করে দিয়েছে। বাংলা থেকে অধীরকে এবার শুধু মুর্শিদাবাদ থেকে নয় বাংলা থেকে শূন্য করে পাঠানো হবে ভারতে।”

অধীর চৌধুরীকে পাল্টা চ্যালেঞ্জ আবু তাহের খানের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights