
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ কার্তিক পুজোকে কেন্দ্র করে যে উত্তেজনা শুরু হয়েছিল বেলডাঙায় তা আজও অব্যহত। রবিবার কার্তিক লড়াই ভালোয় ভালোয় উতরে গেলেও সোমবার ফের নতুন করে সংঘর্ষ শুরু হয় বেলডাঙায়। এদিন বিসর্জনকে কেন্দ্র করে মূলত পুলিশ ও জনতার মধ্যে খন্ডযুদ্ধ বেঁধে যায় বেগুনবাড়ি এলাকায়। ভাঙা হয় জেলাশাসক রাজর্ষী মিত্রের গাড়ি। অভিযোগ উত্তেজিত জনতার ছোড়া ইটে জেলাশাসকের গাড়ির কাচ ভেঙে যায়।
সূত্রের দাবি, ওই এলাকা দিয়েই জেলাশাসকের গাড়ি যাচ্ছিল, সেই সময় ঝুনকা মোড়ের কাছে উত্তেজিত জনতা তাঁর গাড়ির উপর আক্রমণ করে। গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। এদিনের সংঘর্ষে বিএসএনএলের এক ইঞ্জিনিয়ারের গাড়িও একইভাবে ভেঙে ফেলা হয়। মারধর করা হয় ওই ইঞ্জিনিয়র ও তার গাড়ির চালককেও। গুরুতর আহত ওই ইঞ্জিনিয়ারকে প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলকাতায় রেফার করা হয়। ওই ইঞ্জিনিয়ারের মাথায় আটটি সেলাই পড়েছে। একইসঙ্গে বহরমপুরের এক ব্যবসায়ী ও তার স্ত্রীকেও সেখানে মারধর করা হয় বলে অভিযোগ।
পুলিশ বেলডাঙার একাধিক উত্তেজিত এলাকায় সাবেক ১৪৪ ধারা, বর্তমানে ১৬৩ ধারা জারি করেছে। এলাকা ঘিরে ফেলে টহল দিচ্ছে সশস্ত্র পুলিশ বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত আছেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। এলাকার বাসিন্দা আজাদ শেখ অবশ্য পুলিশের উপস্থিতিতেই দাবি করেন ” যে পুলিশ জেলাশাসকের নিরাপত্তা দিতে পারে না সেই পুলিশ কীভাবে আমাদের সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে?”