কীর্তন মঞ্চেও উঠল তিলোত্তমার বিচারের দাবি

Social Share

সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ তিলোত্তমার বিচার চেয়ে রাত দিন এক করেছে নাগরিক সমাজ। নিজেদের সহকর্মীর নারকীয় হত্যাকান্ডের বিচার চেয়ে চিকিৎসকের প্রেসক্রিপশনেও উঠে এসেছে বিচারের দাবি। শাসক ঘেঁষা সংগঠনও বিচার চেয়ে কোথাও না কোথাও ঠিক লেপ্টে দিচ্ছে পোস্টার। বিধানসভায় বিশেষ অধিবেশনের দিন সোমবার শোকজ্ঞাপন করেছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বিধায়করা।

যদিও তা হয় অধিবেশন শেষে বিধানসভা কক্ষে শাসক দলের বিধায়করা ছাড়াই। এদিকে ২৩ দিন কেটে গেল। তদন্তে নেমে সিবিআই এখনও নতুন কোনও খবর শোনাতে পারেনি বলে সেই নাগরিক সমাজের ধৈর্য্যও কমছে বলে সুর উঠছে সমাজমাধ্যমে। এই আবহে বহরমপুরের ভৈরবতলা মাঠে (বাণী ভবন ঐক্য সম্মেলনী মাঠ) বসেছে মহানাম যজ্ঞ মহোৎসব। জন্মাষ্টমী উপলক্ষে ২৬ অগষ্ট থেকে এই উৎসব শুরু হয়েছে। আজ সোমবার শেষ দিন।

সেখানে উৎসবের যাবতীয় আয়োজন বজায় রেখেও আয়োজকরা স্মরণ করেছেন আরজিকর কলেজ ও হাসপাতালের নিহত পড়ুয়া চিকিৎসককে। তার হত্যাকান্ডের বিচার চেয়ে মাঠের প্রবেশ পথেই টাঙানো হয়েছে ব্যানার। এমনিতেই এই এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির সুনাম রয়েছে শহর জুড়ে। এবার সেখানে জুড়ল মানবিকতার নয়া পালক।

আয়োজকদের পক্ষে অভিজিৎ চক্রবর্তী বলেন, ” আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনার অনেক আগে উৎসবের কর্মসূচি ঘোষণা হয়েছিল। প্রচুর মানুষের যেমন সমাগম হয় এই উৎসব ঘিরে, তেমনি খরচও হয় প্রচুর। রাজ্য জুড়ে যে গণআন্দোলন শুরু হয়েছে তাকে সমর্থন করে আমরা স্মরণ করেছি নির্যাতিতাকে। বিচার চেয়েছি। এটা লোকদেখানোর জন্য নয় আন্তরিকভাবে চাই এই নারকীয় হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”

আরও পড়ুনঃ দফা এক,দাবি একঃ পুলিশ ও মানুষের বিভেদ যাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights