সাঁতারে প্রত্যয় বাড়ালো আশা, বহরমপুরের মান রাখল তপু

Social Share

সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় ফের নজির গড়ল বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য। সুতীর আহিরণ ঘাট থেকে কৃষ্ণনাথ কলেজ ঘাট পর্যন্ত ৮১ কিলোমিটার সাঁতরে দ্বিতীয় হল বহরমপুরের তপু সরকার। তৃতীয় হয়েছেন মহারাষ্ট্রের সন্দীপ হাতাঙ্কর। প্রসঙ্গত প্রত্যয় গত বছরেও এই ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। এবার তার সময় লেগেছে ১০ ঘন্টা ৫২ মিনিট।

স্পেন, থাইল্যান্ডের সঙ্গে প্রতিবেশী বাংলাদেশ সহ এই প্রতিযোগিতায় মোট ১৮ জন প্রতিযোগী অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু আয়োজকদের দাবি, বাংলাদেশের প্রতিযোগিরা দেশের বর্তমান অবস্থার কারণে ভারতে আসতে পারেনি। ভিসাও মেলেনি তাঁদের। বাকি দেশগুলি আরজিকর হাসপাতালে চিকিৎসক হত্যাকান্ডের কারণে মুখ ফিরিয়ে নিয়েছে কি না সে ব্যাপারে যদিও স্পষ্ট কিছু জানা যায়নি। যাঁরা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সকলেই ভারতীয়। তাদের মধ্যে আটজন পুরুষ ও দু’জন মহিলা।

সেই সঙ্গে এদিন জিয়াগঞ্জ সদর ঘাট থেকে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ ঘাট পর্যন্ত ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতাও হয় একইদিনে। সেক্ষেত্রে পুরুষ বিভাগে লেক টাউনের গৌরভ কাভেরী প্রথম স্থান অধিকার করেছে। গৌরবও প্রথম হয়েছিলেন গত বছর এই ১৯ কিলোমিটার সাঁতারেই। গতবছর এই ১৯ কিলোমিটার মহিলা বিভাগে দ্বিতীয় ব্যারাকপুরের বিশাখা ধারা এবার অবশ্য প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় হয়েছেন অস্মিতা কর্মকার, তৃতীয় হয়েছেন ঈশিতা সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights