সংবাদপ্রতিনিধি, বহরমপুরঃ চলতি বছর মুর্শিদাবাদে মাধ্যমিকে ছেলেরা রাজ্যে ঠাঁই পায় নি। তেমনি ফলাফলের নিরিখে পিছিয়ে ছিল মেয়েরাও। উচ্চমাধ্যমিকের ফলাফলে অবশ্য মেয়েরা পিছনে ফেলেছে ছেলেদের। গোয়ালজান রেফিউজি হাইস্কুলের ছাত্র কৌশিক ঘোষ মেধা তালিকায় অষ্টম হয়ে মুখ রেখেছে জেলার।মুর্শিদাবাদ জেলায় উচ্চমাধ্যমিকে পাশের হার ৮৯.৭০ শতাংশ।
এই ছেলেমেয়েদের জীবনের দুটি গুরুত্বপূর্ণ বছর কেড়ে নিয়েছিল করোনা। সেই ধাক্কা সামলে বছর দুয়েক আগে এরাই জেলার মুখ আলো করেছিল রাজ্যে। ২০২২ সালে মাধ্যমিকে তাদের পাশের হার ছিল ৮৫.২৮ শতাংশ।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিকে সুনামের তালিকায় মুর্শিদাবাদের স্বল্প পরিচিত স্কুলও
এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল ইন করেছিল মোট ৬৪ হাজার ২৫৯ জন। সেখানেও মেয়েরা ছিল এগিয়ে। ৩৭ হাজার ৮৮৮ জন মেয়ে পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করেছিল। তারমধ্যে পরীক্ষায় বসেছিল ৩৬ হাজার ৯০৮ জন। তাদের মধ্যে পাশ করেছে ৩১ হাজার ৬৪৬ জন। শতাংশের বিচারে ৫৮.৯৬ শতাংশ মেয়ে পরীক্ষার ফর্ম ফিল ইন করেছিল। তারমধ্যে ৫৮.৬৫ শতাংশ মেয়ে পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে পাশ করেছে ৫৬.০৬ শতাংশ। সরকারি প্রকল্পের সুবিধার থেকেও একাংশ ছাত্রীর পড়াশোনার টানেই এই সাফল্য এসেছে বলে মনে করেন জেলার শিক্ষা মহলের একাংশ।
অন্যদিকে ২৬ হাজার ৩৭১ জন ছেলে পরীক্ষার ফর্ম ফিলইন করেছিল। তারমধ্যে পরীক্ষায় বসেছিল ২৬ হাজার ২২ জন। পাশ করেছে ২৪ হাজার ৮০০ জন। শতাংশের বিচারে ৪১.০৪ শতাংশ মেয়ে পরীক্ষার ফর্ম ফিল ইন করেছিল। তারমধ্যে ৪১.৩৫ শতাংশ মেয়ে পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে পাশ করেছে ৪৩.৯৪ শতাংশ।
গোরাবাজার শিল্পমন্দির হাইস্কুলের দু’জন পড়ুয়া জেলার মেধা তালিকায় ঠাঁই করে নিয়েছে। ওই স্কুলের প্রধান শিক্ষিকা মৃন্ময়ী দত্তঘোষ বলছেন “আত্মনির্ভর হওয়ার মানসিকতাই এগিয়ে রেখেছে মেয়েদের। ওরা সিরিয়াস,ওরা কথা শোনে, প্রতিষ্ঠিত হয়ে জীবনের পথে এগিয়ে যাওয়াই ওদের লক্ষ্য।”