কান্দিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু ৪, প্রশ্নে নিরাপত্তা

Social Share
দুর্ঘটনাগ্রস্থ ট্রেকার

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বীরভূম থেকে পূণ্য স্নান সেরে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মুর্শিদাবাদের চার জন ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আরও ১৯ জন। রবিবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে কান্দি বহরমপুর রাজ্য সড়কের ওপর গোকর্ণ পাওয়ার হাউসের কাছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হরিহরপাড়া থানার প্রতাপপুর এলাকার বিষাদগঞ্জ এলাকার ১৪ জন বাসিন্দা পূণ্যস্নান করতে বীরভূমের অজয় নদে বেলে স্নান করতে গিয়েছিলেন। সেখান থেকে রবিবার ট্রেকারে চেপে ফিরছিলেন তাঁরা। দ্রুতগতিতে ছুটে আসা যাত্রীবাহী ট্রেকারটি মুর্শিদাবাদ জেলার কান্দি-বহরমপুর রাজ্য সড়কের উপর কান্দি থানার অন্তর্গত গোকর্ণ পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকায় পথের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে ধাক্কা মারে।

ট্রেকার উল্টে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজন মহিলা সহ চারজনের। গাড়ির চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অন্য যাত্রীদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়। হাসপাতাল সূত্রে জানা যায় সেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ। এলাকা পরিদর্শন করে তিনি বলেন, ” কী করে এই দূর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ দুর্ঘটনাগ্রস্থ ট্রেকারটি থানায় নিয়ে আসে।

তবে এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের জন্ম দিয়েছে। কান্দি-বহরমপুর রাজ্য সড়কে নিত্য যাতায়াত করেন বহরমপুরের বিশ্বজিৎ সরকার। পথ দূর্ঘটনার কথা শুনে আতঙ্কিত বিশ্বজিৎ বলেন, ” এই রাস্তায় দ্রুত গতিতে যান চলাচল করে। অথচ পুলিশের নজরে পড়ে না।” দুর্ঘটনার জেরে কান্দি বহরমপুর রাজ্য সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। কান্দি থানার পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights