
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্ক: চলচ্চিত্রে অভিনেতার বিশেষ উপস্থিতির কথা আছে। অর্থাৎ সেই চলচ্চিত্রে গল্পের প্রয়োজনে বিখ্যাত কোনো অভিনেতাকে হাজির করানো হয়। সাধারণত জনপ্রিয় অভিনেতার উপস্থিতি ওই চলচ্চিত্রের বিপণনে বড় ভূমিকা নেয়। তবে সামান্য উপস্থিতির জন্য সেই জনপ্রিয় শিল্পীকে মোটা টাকা পারিশ্রমিক ও দিতে হয় বলে সিনেমাওয়ালাদের একাংশ দাবি করেন।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বস্তরের কর্মীসভায় বুধবার হাজির ছিলেন ইউসুফ পাঠান।বহরমপুরের সাংসদ। সেই দৃশ্য দেখেই ওপরের উদাহরণ টানলেন মুর্শিদাবাদের এক তৃণমূল নেতা। তিনি অবশ্য বহরমপুরেই ছিলেন। পদাধিকারী না হওয়ায় ওই সভায় যাওয়ার ডাক পাননি তিনি।
ওই নেতা বলেন, “এমন সাংসদের কথা খবরের কাগজে পড়েছিলাম। নিজের বহরমপুরে দেখব ভাবিনি। যাঁকে কাছে না পায় কর্মীরা, না পায় নির্বাচকরা।”
এদিন মমতার সভায় উপস্থিত হয়ে ইউসুফ নিজেকে বহরমপুরের সাংসদ হিসেবে পরিচয় দিয়ে বলেন, ” আমি তোমাদেরই লোক। দিদি বা অভিষেক যা বলবেন আমি তাই করতে প্রস্তুত। আমার বাকি জীবন বাংলার জন্য উৎসর্গ করলাম।”
তাঁকে পিঠ চাপড়ে দেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।