দেশে শান্তির বার্তা বইতে ভরসা ‘লাঞ্ছিত’ ইউনুস

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ অশান্ত বাংলাদেশের ছাত্ররা বেছে নিলেন শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনুসকে। তাঁকেই অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়েছে। মঙ্গলবার একটু বেশি রাতে একথা জানিয়েছেন সে দেশের রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন। বঙ্গভবনে ছাত্রদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তাঁর দফতর সূত্রে জানা যায়। ভারতের সঙ্গে এই অর্থনীতিবিদের সম্পর্ক ভাল বলেই দাবি বিভিন্ন মহলের।

মহম্মদ ইউনুসকে প্রধান করার কথা আগেই জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম রূপকার নাহিদ ইসলাম। ছাত্রদের দাবিকে মান্যতা দিয়ে দেশের দায়িত্ব নিতে প্যারিস থেকে ঢাকায় ফিরছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। এই ইউনুসকে ‘গরীবের শত্রু’ বলে দেগে দিয়েছিল শেখ হাসিনার সরকার। নানাভাবে বাংলাদেশে তাঁকে হেনস্থা হতে হয়েছে বলে সে দেশের সংবাদমাধ্যমের দাবি। বঙ্গভবনের বৈঠকে ১৩ সমন্বয়ক ছাড়াও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীম উদ্দিন খান।

কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে অশান্তি শুরু হয়। যা পরবর্তীতে গণ অভ্যুত্থানের চেহারা নেয়। সোমবার জনতার দাবি মেনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর উল্লাসে ফেটে পড়েন সে দেশের জণগন। অন্তর্বর্তী সরকার গঠনের আগে সেনা দেশের দায়িত্ব নিলেও মঙ্গলবার দিনভর দেশজুড়ে চলে ধ্বংসাত্মক কাণ্ড। পুড়িয়ে ফেলা হয় নেতামন্ত্রীদের বাড়ি, কার্যালয়ও। চলে ভাঙচুর, লুঠপাট। সেদেশের সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, গত তিন দিনে শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই ৬৮ জনের মরদেহ আনা হয়েছে। এর মধ্যে গত রোববার ১১ জনের, গতকাল ৩৭ জনের এবং আজ আনা হয় ২১ জনের নিথর দেহ।

বাংলাদেশের সংবাদসংস্থা সূত্রে এও জানা যায়, বিএনপি আগামীকাল বুধবার বেলা ২ টায় ঢাকার নয়াপল্টনে সমাবেশ করবে । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। অন্যদিকে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ‘ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করার’ প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লিগের নেতাকর্মীরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights