বিদ্যুৎ মৈত্র, বহরমপুরঃ সদ্য পেরনো ২৫ শে বৈশাখের রেশ এখনও টাটকা। সেই আবহে রাত পোহালেই বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন। সাতটি বিধানসভার মানুষের আশা নিরাপদেই মিটবে নির্বাচন। চলতি মাসের সাত তারিখ দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভায় নির্বাচন মিটেছে শান্তিতেই।
বহরমপুর লোকসভার এক হাজার ৮৭৯টি বুথে ভোট হবে। তারমধ্যে মহিলা পরিচালিত বুথ রয়েছে ২৩৫টি। আদর্শ ভোট কেন্দ্র রয়েছে ২৩৫টি। স্পর্শকাতর বুথ রয়েছে ৫৫৮টি। কাল বঙ্গের আটটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে। তার মধ্যে সবথেকে বেশি ১৫ জন প্রার্থী লড়াই করছেন বহরমপুর কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ১৭ লক্ষ ৮৩ হাজার ৭৮ জন ভোটার রয়েছে। নতুন ভোটার রয়েছে ৩৮ হাজার ৬১ জন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কাল বহরমপুরে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। কেন্দ্রীয় বাহিনী সূত্রে জানা যায় ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কাল ঘিরে রাখবে বহরমপুর লোকসভা কেন্দ্র। বিশেষ নজর রয়েছে শক্তিপুর, রেজিনগরের মত স্পর্শকাতর এলাকায়। তবে শুধুমাত্র বিএসএফ ও সিআরপিএফ-ই থাকছে এই লোকসভার ভোটের ডিউটিতে। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভায় আইটিবিপিও নির্বাচনে অংশ নিয়েছিল।বেলডাঙায় থাকছে ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বহরমপুরে থাকছে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাদের সবটাই সিআরপিএফ, শুধুমাত্র বহরমপুর গার্লস কলেজে থাকবে বিএসএফ।

এদের সঙ্গে সাড়ে তিন হাজার রাজ্য পুলিশ থাকবে । ইন্সপেক্টর পদমর্যাদার কোনও পুলিশ আধিকারিককে বাইরে থেকে আসছে না। বিভিন্ন জেলার সাব-ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদের ২৮৩ জন আধিকারিক এই জেলায় নির্বাচনী নিরাপত্তা সামলাবেন। তাদের মধ্যে সশস্ত্র পুলিশ আছেন ৫৬১ জন। লাঠি ও কাঁদানে গ্যাস হাতে থাকবেন ৪৩৭ জন। শুধু লাঠি হাতে থাকবেন এক হাজার ৭৪৬ জন পুলিশ। মহিলা পুলিশ থাকবেন ৩৬৬ জন।
আরও পড়ুনঃ চোকার্স তকমা পাচ্ছে বিজেপি ?
রায়গঞ্জ পুলিশ জেলা সহ রাজ্যের ন’টি জেলা থেকে রাজ্য পুলিশ নিয়ে আসা হয়েছে। তারমধ্যে হাওড়া জিআরপি’র ৪২০ জন পুলিশ আগে থেকেই জেলার নিরাপত্তার দায়িত্বে আছেন। এবার পূর্ব মেদিনীপুর জেলা থেকে ৩০০ পুলিশ আনা হয়েছে। ব্যারাকপুর থেকে কনস্টবল ছাড়াও ২০ জন সাব-ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এসেছেন।
শুনুনঃ রাত পোহালেই বহরমপুরে #LoksabhaElection2024: তার আগে কী বললেন #ManojChakroborty?
১৫ জন প্রার্থীর মধ্যে লড়াই হলেও নির্বাচনে লড়াইয়ে থাকছেন তৃণমূলের ইউসুফ পাঠান, বিজেপি’র নির্মল কুমার সাহা ও বাম-কংগ্রেস জোটের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, এসইউসিআই দলের অভিজিৎ মন্ডল। নির্বাচন কমিশন সূত্রে নির্বিঘ্নে ভোট হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একদিকে কেন্দ্রীয় বাহিনী অন্যদিকে নির্বাচন কমিশনের তীক্ষ্ম নজর, এই দুই কাঁধে ভর করে রবীন্দ্র পরবে নির্বাচনে অংশ নিতে বহরমপুর মুখরিত অধীর আনন্দে।