মেঠো ভাষায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন ভগবানগোলার Anju

Social Share

সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ মহিলা ভোট যে চলতি নির্বাচনে বড় ফ্যক্টর হতে যাচ্ছে তা বিলক্ষণ টের পাচ্ছেন তৃণমূল বিরোধী সব রাজনৈতিক দলের প্রার্থীরাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলারা এখন হাজার টাকা ভাতা পান। তৃণমূলের দাবি, এই মহিলারাই তাঁদের প্রার্থীদের জিতিয়ে আনবে। সম্প্রতি ভগবানগোলায় মুখ্যমন্ত্রীর দুপুরের সভাতেও ভিড় করে এসেছিলেন সেই মহিলারাই। বুধবার মালদা মুর্শিদাবাদেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ছিল রাজ্য সরকারের এই প্রকল্পের কথা। যদিও ভোট বাক্সে তার কোনও প্রভাব পড়বে না বলেই পাল্টা মনে করছেন বিরোধীরা।

ভগবানগোলাতে ২০২১ সালে রেকর্ড ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন প্রয়াত ইদ্রিশ আলী। তাঁর শূন্য আসনে হচ্ছে উপনির্বাচন। তৃণমূলের হয়ে এবার প্রার্থী হয়েছেন ভগবানগোলা এক নম্বর ব্লকের দলীয় সভাপতি রিয়াদ হোসেন সরকার। বাম কংগ্রেসের জোট প্রার্থী হয়েছেন Anju Begum।

সেই ভগবানগোলায় বাম কংগ্রেস নির্বাচনী জনসভা করেছে। সেখানেই মঙ্গলবার ভগবানগোলায় বাম-কংগ্রেস জোট প্রার্থী অঞ্জু বেগম তাঁর ভাষাতেই সেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। টার্গেট করেছেন লক্ষ্মীর ভান্ডারকে।

আরও পড়ুনঃ নির্মল পরিবেশ নেই দেখে এলেন চিকিৎসক

ওই একই মঞ্চে হাজির ছিলেন জাতীয় স্তরের দুই প্রবীণ নেতা মহম্মদ সেলিম ও অধীর চৌধুরী। জাফরের মাঠ কানায় কানায় ভরে ছিল মানুষজন। তাঁদের সামনে তিনি বলেন, “গোষ্ঠীর মহিলাদের নিয়ে ষড়যন্ত্র করছেন। মহিলাদেরকে ডেকে অনেক কিছু বলছেন। অনেক গ্রামে ঘুরে শুনেছি আমাদের ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার কেটে দেব। বার্ধক্য ভাতা থেকে নাম কেটে দেব। কিন্তু বাম কংগ্রেসের সিট যারা শক্ত করে আছে উনি তা নড়াতে পারবেন না।”

তবে তৃণমূল প্রার্থী রিয়াদ অবশ্য এই ধরনের বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ” আজ পর্যন্ত কোনও সরকারি প্রকল্প বন্ধ হয় নি। ওদের অভিযোগের ভিত্তি নেই। ওদের জোটেরও ভিত্তি নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights