সংবাদ প্রতিনিধি বহরমপুর: শুক্রবার বিকেলে তৃণমূল ভগবানগোলার উপ নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। ভগবানগোলা এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ও জেলা পরিষদের বন কর্মাধ্যক্ষ রিয়াত হাসান সরকার (রাজেশ) তৃণমূলের প্রতীকে লড়াই করবেন। স্থানীয় নেতা প্রার্থী হওয়ায় একাংশ তৃণমূল উচ্ছ্বসিত।
অন্যদিকে ওই ভগবানগুলোতেই তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে ফের দলের ভেতরে শুরু হয়েছে ভগবানগোলার অন্য একাংশ তৃণমূলের মধ্যে। তাদের দাবি, “কর্মাধ্যক্ষের নামে একাধিক মামলা রয়েছে জেলা ও জেলার বাইরে তা সত্ত্বেও তাকে প্রার্থী করে দল নিচু তলায় কোন বার্তা দিতে চাইল তা বোধগম্য নয়।”
পড়ুনঃ ভগবানগোলায় এবার কি কামালের কামাল?

একুশের বিধানসভা নির্বাচনেও এই ভগবানগোলা আসনে দলীয় প্রার্থী নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারেনি তৃণমূল। যদিও সেবার রেকর্ড ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন বহিরাগত ইদ্রিস। এই প্রসঙ্গে ভগবানগোলা দু’নম্বর ব্লকের সহ-সভাপতি সফিকুল ইসলাম বলেন, ” মামলা মাথায় নিয়েই পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জিতে জেলা পরিষদের বন কর্মাধ্যক্ষ হয়েছে। ৬২ নম্বর বিধানসভায় তার কোন প্রভাব পড়েনি। এবারেও পড়বে না। অনেক বেশি ভোটে জিতে এমএলএ হবে রাজেশ।”
ওই ব্লকের মহিলা সভানেত্রী রাফিনা ইয়াসমিনও বলেন, ” এই বিধানসভার সব মহিলা ভোট রিয়াতই পাবে।”