হুমায়ুন নিয়ে কোনও মন্তব্য নয়ঃ Kunal Ghosh

Social Share

সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ বহরমপুরের দলের প্রার্থী নিয়ে অসন্তোষ চেপে রাখেন নি বরাবরের সোজাসাপ্টা বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। দল ছাড়বেন কি না তা নিয়ে এখনও স্পষ্ট করেন নি তিনি। একইভাবে দলীয় প্রার্থী নিয়ে প্রচারে তাঁকে দেখা যাবে কী না তাও স্পষ্ট করেন নি ভরতপুরের বিধায়ক। তবে তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “এ ব্যাপারে আমি কিছুই বলব না। আমার ধারণা মুর্শিদাবাদের আমাদের নেতৃত্ব এর উত্তর দেবে।”

আরও পড়ুনঃ Mamata ও Abhishek কে চ্যালেঞ্জ অধীরের, হতাশ কন্ঠ হুমায়ুনেরও

একইভাবে বারাকপুরের অর্জুন সিংও ফের বিজেপি-তে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলেছেন বলে সূত্রের খবর। ভাটপাড়ায় তাঁর বাসভবন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে ফেলেছেন বলে খবর। যাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে জানান কুনাল। তবে অর্জুন সিংএর ব্যাপারেও তিনি কোনও মন্তব্য করবেন না বলেও দাবি করেন। তবে কুনাল বলেন, ” যখন একটা সিদ্ধান্ত নিয়ে ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে, তখন তৃণমূলের সর্বস্তরের কর্মীদের উচিত ৪২ টি আসনের প্রার্থীদের নিয়ে জেতার লড়াইতে পরিণত করতে নেমে পড়া। এই সময় বিরূপ মন্তব্য করা থেকে দলের সর্বস্তরের নেতা কর্মীদের বিরত থাকা উচিত।”

দেখুন ও শুনুনঃ Humayun Kabir বহরমপুরের প্রার্থী নিয়ে কি হতাশ?

মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, ” আমাদের বিধায়ক ভিন্নমত পোষণ করছেন এটা হয়ত ঠিক নয়। তবে আমার আশা তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথেই চলবেন। এটা তাঁর প্রতি আমার আস্তা আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights