খাবার জলে ভোটের রঙ বহরমপুরে

Social Share

সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ একে প্রচণ্ড গরম তারপর ব্যহত জল পরিষেবা। দুইয়ের ধাক্কায় বহরমপুর পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। তাতে লাগছে রাজনীতির রঙ। সেই রকমই একটি ঘটনা ঘটেছে বহরমপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে। রবিবার দুপুরে জল না পেয়ে ওই ওয়ার্ডের জমিদারি এলাকার একাংশ মানুষ বিক্ষোভ দেখান পুরসভার বিরুদ্ধে। ভেঙে দেওয়া হয় পানীয় জলের কল, পাইপও। এলাকাবাসীর অভিযোগ, এই এলাকা থেকে কংগ্রেস সব থেকে বেশি ভোট পাওয়ায় তৃণমূল পরিচালিত পুর কতৃপক্ষ পানীয় জল সরবরাহ বন্ধ করে দিয়েছেন। যদিও এই দাবি নস্যাৎ করে দিয়েছেন পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায়।

পুরপ্রধানের নোটিশ

এলাকার বাসিন্দা পিয়া খাতুন বলেন, ” আমাদের কাউন্সিলর বলেছেন এরা ভোট দেয়নি তাই জল বন্ধ করে দেওয়া হবে। সাধারণ মানুষ যদি রাজনীতির কারণে জল না পায় তাহলে এইরকম জলের দরকার নেই। জল কিনে খাব।” এলাকাবাসীর দাবি, বহরমপুরে নির্বাচনের দিন দশেক আগে এই পানীয় জলের লাইন বসিয়ে দেয় পুরসভা। ভোট মিটতেই সেই জল আসা বন্ধ হয়ে যায়। প্রসঙ্গত, জল সরবরাহ ব্যহত হবে তা জানিয়ে দিন তিনেক আগে পুরসভা থেকে একটি নোটিশ দেওয়া হয়েছিল। পুরপ্রধান ভিডিও বার্তায় কী কারণে পরিষেবা ব্যহত হচ্ছে তার ব্যখাও দিয়েছিলেন।

ওই এলাকার আর এক বাসিন্দা মতিলাল রসিদ বলেন, ” এখানকার মানুষ জল পাচ্ছে না বলে আমি নিজেই কল ভেঙে দিয়েছি। এখান থেকে কংগ্রেস বেশি ভোট পেয়েছে বলে এই এলাকার গরিব মানুষদের জলকষ্ট দিচ্ছে পুরসভা। আমরা এই জল চাই না। তাই বয়কট করেছি। বহরমপুরের দুটি জায়গা থেকে পানীয় জল সরবরাহ করা হয়। একটা কুঞ্জ ঘাটার আর একটি হরিদাসমাটি এলাকায়। এদিককার জল আসে হরিদাসমাটি থেকে। সেই জল কোথায় গেল?”

আরও পড়ুনঃ ইউসুফকে বিশেষ ধন্যবাদ মমতার

ওই ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাউসার বলেন, ” কুঞ্জঘাটার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট খারাপ হওয়ায় প্রথমে নোটিশ দিয়ে পরে ভিডিও বার্তায় পুরপ্রধান জানিয়ে দিয়েছেন চলতি মাসের ১৩ তারিখ পর্যন্ত জল সরবরাহের সমস্যা থাকবে। তারপরেও এই ধরনের কাণ্ডজ্ঞানহীন ঘটনা ঘটছে আর অকারণে রাজনীতির রঙ লাগানো হচ্ছে।” বিষয়টি তিনি পুরপ্রধানকে লিখিত আকারে জানাবেন বলে জানিয়েছেন।

পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, “ফরাসডাঙার কাছে ওয়াটার ট্রিটমেণ্ট প্লান্ট থেকেই পানীয় জল ওয়ার্ডে ওয়ার্ডে সরবরাহ করা হয়। এটা জানা সত্বেও ওঁরা যে অভিযোগ করছেন তা ভিত্তিহীন। আমরা রঙ দেখে পরিষেবা দিই না। যাঁরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।”

পুরসভার বিরোধী দলনেতা কংগ্রেসের হিরু হালদার বলেন, ” ওয়াটার ট্রিটমেণ্ট খারাপ হতেই পারে। আবার সবার বাড়িতে পানীয় জল লাগে না। এই অসুবিধা গরীবদের। চেয়ারম্যানকে বলব যে সব এলাকায় এই ঘটনা ঘটছে সেখানে যদি পুরসভার পানীয় জলের গাড়ি ঘুরিয়ে ফিরিয়ে পাঠান হয় তাহলে এই সমস্যা মিটবে।”

আরও পড়ুনঃ শূন্য কংগ্রেস সাজাবে কে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights