হুমায়ুনের গোঁসা কেন?

Social Share

শুনুনঃ হুমায়ুনের নিজের কথায়

দলের টিকিট না পেয়ে বেঁকে বসেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন প্রকাশ্যে। গুছিয়ে নিতে সমর্থকদের ডেডলাইন বেঁধে দিয়েছেন ১৮এপ্রিল। তারমধ্যেই এস্পার ওস্পার হয়ে যাবে বলে ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা।

আরওশুনুনঃ দল কী বলেছে?

এমনিতেই ‘বহিরাগত’ ইউসুফ পাঠানকে নিয়ে চরম অস্বস্তিতে দল। শনিবার রাতে একান্ত বৈঠকে নেতারা ফিরহাদকে সে কথা জানিয়েওছেন। কিন্তু ফিরহাদ তাঁদের জানিয়েছেন, সিদ্ধান্ত যখন হয়ে গিয়েছে তখন দলীয় প্রার্থীর হয়েই সবাইকে প্রচার করতে হবে। তাঁকে জিতিয়েও আনতে হবে। নেতারা পাল্টা প্রশ্ন করেন “জিতলে সাংসদ হবেন একজন আর তাঁর লোকসভা কেন্দ্র দেখবে অন্যজন? আমাদের দলে এমন হয় নাকি?” ফিরহাদ অবশ্য ব্যখ্যায় যাননি বলেই সূত্রের দাবি।

শুধু হুমায়ুনই নয়, আর এক বিধায়ক নিয়ামত সেখও মুখ ফিরিয়েছেন দল থেকে। সূত্রের দাবি, দুই বিধায়ক নতুন দল ঘোষণা করে তৃণমূল ছাড়বেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বিরুদ্ধে পাল্টা প্রার্থী হয়ে ভোটে লড়াই করবেন হুমায়ুন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights